রাজপথে পরে আছে রক্তাক্ত নিথর দেহ
গায়ে রক্তভেজা shirt
পাশেই রক্তস্নাত কলম-পেন্সিল,
পিঠে বাঁধা স্কুল ব্যাগ ।
একটু আগেই ওখানে পা রেখেছিল
শোষক দলের লালিত
একদল রক্তপিপাসু হায়েনা,
কাপুরুষের মত হানা দিয়েছিল,
অধিকার প্রতিষ্ঠায় আপোসহীন
নিরস্ত্র দুঃসাহসী যুবাদের মিছিলে ।
মানব রক্তের স্বাদ নিয়ে পালিয়ে গেছে
রুদ্রযুবাদের প্রতিরোধে ।
রাজপথে পরে আছে রক্তাক্ত নিথর দেহ
বঙ্গজননীর দুঃসাহসী সন্তান ।
তারিখঃ 4/08/2018