মেঘ বলাকা মেলছে ডানা
শরত বেলা আকাশে,
কাশের বনে লাগলো দোলা
দখিন মেরু বাতাসে ।
রবির আলো বিলের জলে
ঝিলমিলিয়ে জ্বলছে,
পদ্ম বনে শরৎ ক্ষণে
উর্মি দোলা চলছে ।
পেখম মেলে পদ্ম ফুলে
কালো ভোমর উড়ছে,
নেশার ঘোরে মাতাল বেশে
ফুলের বাগে ঘুরছে ।
নানা রংয়ে ফড়িং দলে
জলের পরে ছুটছে,
পদ্ম বনে সবাই মিলে
ফুলের ঘ্রাণ লুটছে ।