পিচঢালা ধূলোমাখা প্রসারিত মহাসড়ক,
পাশেই একটি মাইক্রো বাস
নগ্ন আকাশের তলে চালকবিহীন,
শরতের আধো কুয়াশায় ঢেকে ।
তরতাজা চারটি যুবকের প্রাণহীন দেহ
এলোমেলো গাড়ির সিটে,
চারটি লাশই গুলিবিদ্ধ  ।
এইমাত্র শুনতে পেলুম,  আরো তিনটি লাশ
ওপাশের সড়কের ধারে  ।
কোন মমতাময়ী মায়ের আদরের সন্তান
তুলে এনে নিষ্প্রাণ ফেলে রেখেছে অযত্নে ।
ওরা হয়তো বেওয়ারিশ  রবে
নয়তো ছেলেহারা কোন মা এসে জড়িয়ে ধরবে
আমার মানিক বলে  !
ওগো জন্মদায়িণী মা, আরও সাতটি লাশ
তোমায় উপহার দিলেম ।
তুমি আগলে রেখো যতনে ।


22 October 2018