চারিধার সরোবর
কুয়াশার চাদরে,
দিবাকর খায় চুম
দেখো কত আদরে ।
পথে-ঘাটে তরু-বীথি
সারি সারি দাঁড়িয়ে,
কুয়াশার ভিড়ে তারা
যেন যাবে হারিয়ে !
মাঠে মাঠে ঘাসে ঘাসে
শিশিরের বিন্দু,
রোদ্দুরে জ্বলে যেন
মুক্তোর সিন্ধু !
অবারিত প্রান্তরে
সর্ষে ফুল দলে,
সাদা সাদা মেঘ যেন
ভিজিয়ে যায় চলে ।
হলুদিয়া ফুলে ফুলে
জুড়িয়ে গেল প্রাণ,
সারাদিন উড়ে উড়ে
ভোমরা ধরে গান ।