বিস্তৃত বাঁশের ঝাড় পেরিয়ে
অগোছালো তরুলতা ছায়াতলে
ধূলো উড়া মেঠো পথের ধারে,
বাসন্তী বরণ শাড়ি পড়ে
কপালে লাল টিপ দিয়ে
ঠিক আগের মত করে
আবারও কি একটু মুখোমুখি দাঁড়াবে তুমি ?
কতকাল দেখা নেই
কতকাল দেখা হয় না তোমাকে,
পিয়াসী দুচোখ ভরে ।
রোদঝরা তরুবীথি আলোছায়
আবারও দেখিবার ইচ্ছে তোমায় ।
ইচ্ছেগুলো পুষে রাখি উদয়াস্ত
ভ্রুণের মত করে হৃদয় গহনে ।
আবারও কি একটু দেখা দিবে
করুণা ছলে ?