ছুটি হবে ছুটি
আর কিছুদিন পরে ।
পড়ন্ত বিকেলে অফুরন্ত সময় ।      
আধো রোদ্দুর আধো কুয়াশায়      
শহরের আনাচে কানাচে,
পাড়ায় মহল্লায়,
প্রতিটি জানালায়,
ছাদ বাগানে ফুলের মেলায়,
ভ্রষ্ট পথিকের মতো খুঁজবো তোমায় ।
পরণে হলুদ শাড়ি
সমীরণে ওড়া গাঢ় সবুজ আঁচল,
আধো রোদে মেলে ধরা
কাজল কালো চুল,
তাই দেখে চিনে নেব নির্দ্বিধায় ।
অনন্ত নেশাখোরের মতো ছুটবো,
খুঁজে ফিরবো তোমায় ।
ছুটি হবে ছুটি
আর কিছুদিন পরে....