কিছু কিছু ভালবাসা এমনই তো হয়
দূর হতে চেয়ে থাকা মন বিনিময় ।        
আমিও তেমন করে ভালবেসেছি
দূর হতে তোমার চোখে স্বপন দেখেছি  ।।

কিছু কিছু ভাললাগা ভালবাসা হয়        
কেউ কিছু জানে নাতো জানে যে হৃদয় ।  
আমিও তেমন  করে তোমায় চেয়েছি
হৃদয়ের গহীনে তোমায় রেখে দিয়েছি ।।
    
কিছু কিছু মন আছে মনের মত হয়
মনটাকে মন দিয়ে কিনে নিতে হয়  ।  
মনেরি দামে আমি মনটারে কিনেছি
গোপনে গোপনে তোমায় খুব ভালবেসেছি ।।

কিছু কিছু স্মৃতি থাকে মুছে যাবার নয়
গোপনে গোপনে মন জ্বলে-পুড়ে ক্ষয়  
আমিওতো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি
নির্জনে আনমনে বেদনায় ভেসেছি ।।