সাদা বকের পালকের মতো কুহেলিকা,
শ্যামল ঘাসের শীর্ষে রূপালী শিশির বিন্দু,
পথের ধারে বুনো লতায়
ঘাস ফড়িংয়ের খুনসুটি ।
কংক্রিটের ঘর ছেড়ে আসো যদি
ওই প্রান্তরে খোলা আকাশের ছায়,
দাঁড়িয়ে থাকা শ্যামল দেয়াল দেখাবো তোমায়....