বলতো খোকা...
দূরাকাশে তারার দেশে
যায় সে কেমন করে ?
যায় কি যাওয়া পাখনা মেলে
মেঘের পালকি চড়ে ?
আজ না বেজায় ইচ্ছে হল
তোকে কোলে নেই,
জড়িয়ে ধরে বুকে তোলে
আদর চুমু দেই ।
বলতো খোকা...
ঐখানেতে বসতবাড়ি
আছে কি ভুরি ভুরি ?
যায় কি গড়া একটি বসত
কুড়িয়ে চাঁদের নুড়ি ?
ইচ্ছে হলো তোর সাথে
থাকবো পাশাপাশি,
আয় না খোকা যাস না নিয়ে
মেঘের নৌকায় ভাসি ।
(আমার একমাত্র পুত্র সন্তানকে হারানোর অনুভূতি)