চৈতি বেলায় শেষ লগ্নে,
বসে আছি পূবালী দুয়ার মেলে,
নিরন্তর ভাবনা ।
সম্মুখে কংক্রিটের সারিবদ্ধ কঙ্কাল,
তার ফাঁক গলে দেখা মেলে অবারিত নীলিমা ।
করিডোর পেরিয়ে
খুলে রাখা দুয়ার বেয়ে
কাছাকাছি চলে এসেছে
রুপালি রোদ্দুর ।
ভাবছি বসে,
ক্ষীণ রৌদ্রের মতো যদি
একটু দেখা দিতে দুচোখ ভরে,
বসন্তের সমস্ত ফুলের সৌরভে রঙিন হতো বুভুক্ষু মন....