খাঁচা ভেঙ্গে পাখি আমার, আয়রে ছুটে আয়
তুই বিহনে কান্দে পরাণ, বুকটা পুড়ে যায় ।।
তুই যদি থাকতিরে বনে
উড়তি ডালে ডালে,
যত খুশি দেখতাম তোরে
বাঁধতো না কেউ জালে,
এখন আমি জ্বলি-পুড়ি
না দেখিবার যাতনায় ।।
হইতি যদি বনের পাখি
সেতো ছিল ভালো,
থাকতি নারে খাঁচা বন্দী
দেখতি দিনের আলো,
না পারিলাম ভাঙ্গতে খাঁচা
মানে না আর কলিজায় ।।
কত আগুন জ্বলেরে বুকে
কত আগুন জ্বলে,
নিভে নারে জল ঢালিলে
সাত সমুদ্দুর জলে,
যায়না দেখা বুকের আগুন
জ্বলে-পুড়ে হইছি ক্ষয় ।।
মনের আগুন মনেই রাখি
পুড়ি দিবানিশি,
এই আগুনে ছাঁই হবেরে
আকাশ কিংবা বেশি,
তোর কারণে জীবন আমার
হইছে জ্বালাময় ।।
খাঁচা ভেঙ্গে পাখি আমার, আয়রে ছুটে আয়,
তুই বিহনে কান্দে পরাণ, বুকটা পুড়ে যায় ।।