দমের পাখি উড়ে গেলে
উঠবি কাঠের গাড়িতে
থাকবে নারে বাহাদুরি
সাড়ে তিন হাত বাড়িতে ।।
থাকবে নারে বান্দি-দাসি
থাকবে না তোর বিছানা
মাটির ঘরে থাকবি পড়ে
চলবে না তালবাহানা
জাজিম বালিশ রবেনা তোর
নক্সিকাঁথা মাটিতে ।।
সাদা কাপড় সাদা শাড়ি
থাকবেরে তোর পরনে
হবে নারে সেলাই-ফোরাই
সেই পোশাকের ধরনে
থাকবে না তোর পকেট সাথে
সাদা কাপড় শাড়িতে ।।
কাড়ি কাড়ি পয়সাকড়ি
যাবে নারে তোর সাথে
ছোট্ট ঘরে একলা পড়ে
সদাই রবি দিনরাতে
সোনার দেহ সবই খাবে
পোকামাকড় সারিতে ।।