বাজারে গিয়ে হুমড়ি খেয়ে
দেখছি কত জিনিস,
সাদা টাকায় হয়না কেনা
কালো টাকায় ফিনিশ ।
কিনছে তারা যত লুটেরা
নিচ্ছে লুফিয়া সব,  
গাড়ি হাকিয়া আসে ছুটিয়া
কালো টাকার বৈভব ।
ইলিশ মাছ-রুই-কাতলা
নিচ্ছে ভরিয়া থলে,
ট্যাংরা-পুঁটি-খলিসা-মলা              
খুঁজছি কাঙাল দলে ।
গাড়ি ভরিয়া নিচ্ছে তুলিয়া
কালো টাকার মালিক,              
সাদা টাকায় যায়না কেনা
খুঁটছি যেন শালিক !