কাকরাইল মোড়ে
ফ্লাইওভারের পরে
দাঁড়িয়ে থাকা তোর আশাতে
তুই কোথায় থাকিস কতদূরে
কোন সেই বাসাতে ।।
ফ্লাইওভারে রেলিং ধরে
জেগে থাকা চোখ নেশার ঘোরে
ঘুরেফিরে দেখি দিনদুপুরে
দাঁড়িয়ে আছিস নাকি বেলকনিতে ।।
সারি সারি বাড়ির ছাদে ছাদে
খুঁজে ফিরি আমি তোকে অবাধে
কোথায় দাঁড়িয়ে আছিসরে তুই
একেলা প্রহরে লাল শাড়িতে ।।
দেখলে আমায় হাতটা নাড়াস
আরো কাছে হাতটা বাড়াস
আমি হারিয়ে যাব তোর ধরাতে ।।
কাকরাইল মোড়ে
ফ্লাইওভারের পরে
দাঁড়িয়ে থাকা তোর আশাতে
তুই কোথায় থাকিস কতদূরে
কোন সেই বাসাতে ।।