শোনো, শ্যামলা মেয়ে কাজল কেশী
নীল নয়না অপরূপা অষ্টাদশী,
তোমার পলকের ভাঁজে ভাঁজে
নীল দুটো কুমুদের মাধুরী মাঝে
আমার প্রাণ সঞ্চারী ।
হৃদয় গহবরে তিল তিল করে
নীরবে নির্জনে তোমায় গেঁথেছি,
বিনিসূঁতোর মালায় অক্টোপাসের মত বেঁধেছি,
আমার স্বপ্নধরায় তোমার প্রতিমা গড়েছি,
অহর্নিশি তোমার অর্চনায় মেতেছি,
সংগোপনে তোমায় ভালবেসেছি ।
ভাললাগার চেয়ে
ভালবাসার চেয়ে একটু বেশি ।
শোনো, শ্যামলা মেয়ে কাজল কেশী ।