একটা কাঁধি পাকনা কলা
একটা বানর হাতে,
একাই খেয়ে করে সাবাড়
একলা গহীন রাতে ।
কেউ না পেল পাকনা কলা
পায়নি কলার ভাগ,
তাইনা শোনে সব বানরে
ভীষন রকম রাগ ।
সব বানরে ধরলো ঝেঁকে
খাদক বানরটাকে,
ভীষন ভয়ে সেই বানরে
ডাকছে তারই মাকে !