যদি কোনোদিন তারা হয়ে ফোঁটে রই
নিশুতি রাতের বুকে দূরের আকাশে
একখন্ড ঝকমকে তারা,
তুমি কী রাত জেগে তন্নতন্ন করে
খোঁজে নিবে আমায় ।
তন্দ্রা ছেড়ে অপলক চেয়ে রবে
সেই তারার পানে ।
আর কোনোদিন ছুঁয়ে না দেখতে পারার বেদনায়
জমবে কী একবিন্দু শিশির কণা
তোমার পিয়াসী চোখের কোণে ।
যদি কোনোদিন তারা হয়ে ফোঁটে রই....