তোমার চোখে অথৈ পলক
আহা কিযে চোখ দুটি
কোন কারিগর বানায় এমন
মনের মাঝে খুনসুটি ।।
অধর কোণে চাঁদের ঝলক
ঝরে যেন জোছনা
ঝড় তুলেছে হৃদয় সাগর
দুই পাড়েতে বন্যা
মন বলেছে দূর দিগন্তে
তোমার সাথে নেই ছুটি ।।
হলুদ বরণ শাড়ি তোমার
লালে লাল সেই আঁচল
দুই চরণে তারার মেলা
রিনিঝিনি খাইছে দোল
লাল আবিরে ললাট রাঙা
খোঁপায় জুড়ে গোলাপ' ফুল
অপরূপা তোমায দেখে
মনের ভেতর হুলস্থূল
তোমায় লয়ে যাই হারিয়ে
সাগর পাড়ে প্রাণ দুটি ।।