তুমি যেখানে...
অপছায়া রূপে ছুটে যাই
সেখানে আমিও ।
প্রশ্ন করতে পারো, কি চাও ?
আর কিছু নয়,
ক্ষণিকের খুনসুটি
একটু বাড়াবাড়ি,
একটু অনুরাগ
একটু অভিমান ।
আর তোমার নীল চোখের গভীরে
হারানো স্বপ্ন খুঁজে ফেরা ।
অনুভবে ফিরে পাওয়া দূরন্ত কৈশোর,
ভাললাগার প্রথম প্রহর ।
যে স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় অহর্নিশি ।