অবারিত উদার শুভ্র-ধূসর
আকাশের ছায়ে,
শ্যামল ঘন ঘাসের গালিচা মাড়িয়ে
সরু সর্পিল এবরো-থেবরো
ইট বিছানো পথের ধারে
বহুকাল পরে,
দুজনে আচানক মুখোমুখি আবার ।
তোমায় দেখে
হৃদয়াঙ্গিনা তোলপাড় নিমিষে ।
জড়তা শেষে কাছে এসে
অতি সামান্য সময় বরাদ্দ করলে তুমি !
এতটুকু সময় ফেলে আসা স্মৃতিময়
দিনের মত,
দুই জোড়া চোখের দৃষ্টি
সেদিন অভিন্ন হতে পারতো !
দুটি প্রাণ হতে পারতো
ক্ষণিকের জীবন্ত স্ট্যাচু !
নতুন করে এক চোখে
পৃথিবী অবলোকন কি অসম্ভব ছিল ?
স্বপ্নভাঙ্গা অভিমান সুপ্ত আজও,
হৃদয়ের জলাশয়ে পুষে রাখো
নীল কুমুদের মত !
তাই বুঝি তোমার দুচোখ
ঘুরিয়ে রাখলে অন্য মেরুতে !
ভুল করে একটিবারও কি
পলকহীন চেয়ে থাকা সম্ভব ছিল না ?
বুক ভরা অশেষ অভিমান
দুচোখে অনুরাগের জলকণা,
তাই নিয়ে ক্ষণিক মুখোমুখি ছিলে তুমি । তোমার সে চোখের ভাষা
আর মুখ নিঃসৃত কথামালা
এক হলো না ।
সারাবেলা চোখ রেখেছো দূরে কোথাও
উদ্দেশ্যবিহীন !
বিদগ্ধ হৃদয়ের অনুভূতি জানা গেল না । এভাবে চলতে চলতে আবারও দেখা হবে হয়তো আর কোনদিন হবে না ।
তোমার চোখের ভাষা
হৃদয়ের অব্যক্ত জ্বালাময়ী গল্পকথা
আজও জানা হলো না !