আমারে জ্বালাইয়া মারে
আমারে পোড়াইয়া মারে
ফেলে আসা স্মৃতি
ক্যানযে ভালবেসেছিলাম
ক্যানযে প্রেমে মজেছিলাম
না বুঝিয়া রীতি ।।
অবুঝবেলা মনের খেলা
মন দিয়েছি যাহারে
সেতো এখন মন বোঝেনা
কিযে জ্বালা আহা-রে
বুকের ভেতর জ্বলেপুড়ে
হায়রে সাধের পিরীতি ।।
অন্তরে অনন্ত জ্বালা
আগুন জ্বলা নদী
পুড়লে তারে যায় না দেখা
জ্বলছে নিরবধি
দমের পাখি থাকতে বুঝি
নাইরে পোড়া ইতি
আমারে জ্বালাইয়া মারে
আমারে পোড়াইয়া মারে
ফেলে আসা স্মৃতি
ক্যানযে ভালবেসেছিলাম
ক্যানযে প্রেমে মজেছিলাম
না বুঝিয়া রীতি ।।