হই হই রই রই,
মেঘমালা গেল কই ?
মেঘ গেল চড়ে কিসে,
ডানা মেলে ভেসে ভেসে ।
মেঘ দল যাবাবর,
নাই বাড়ি নাই ঘর ।
বরষায় উড়ে উড়ে,
চলে যায় দূরে দূরে ।
ওরা থাকে দূর দেশে,
পাহাড়ের গাও ঘেঁষে ।