কুয়াশা আবিরে ঢাকেনি প্রকৃতি
সোনালী রোদ্দুর ঢেলে
গাঢ় নীলাকাশ চলে গেছে অসীম দূরে ।
পত্র-পল্লবে ঘাসের বুকে ঝরেনি শিশির বিন্দু,
তবুও কাশের বনে শুভ্র ফুল ফুটেছে
উত্তরী হাওয়ার দোলা লেগে
কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে,
সাদা বলাকার দল ধ্যানে মগ্ন তেপান্তরে ।
আনমনে শিউলি ফুটেছে
ঝরে পরেছে শ্যামল ঘাসের মাদুরে,
শাখায় নেচে নেচে বুলবুলি গান ধরেছে
দোয়েল পাখি ভোরের শিস বাজিয়ে চলেছে...
হেমন্ত এসেছে বলে ।