আকাশে জেগে থাকে
পঞ্চদশী চাঁদ,
তবুও নেমেছে আঁধার ।
পা বাড়াতেই ঝেঁকে ধরে
অবাক গহীন অন্ধকার !
চারিপাশ থেকে ভেসে আসে
অদ্ভুত ঝনঝনানি চিত্কার !