ভালবেসে ঘর বাঁধি
কখনোতো চাইনি
তাই বুঝি নিরালায়
তোমাকে যে পাইনি
দূর থেকে ভালবাসা
চিরকাল চেয়েছি
কতটুকু দিলে তুমি
কতটাই পেয়েছি ।।
ভালবেসে যাব বলে
দূরে দূরে থাকলাম
জেনেশুনে এই বুকে
বিষ যেন মাখলাম
বিষ মাখা যাতনায়
তোমাকেই ভেবেছি
ব্যথাটুকু রেখে আমি
ভালবাসা দিয়েছি ।।
ভালো থেকো সুখে থেকো
থাকো তুমি দূরেই
এ হৃদয় ছাই হোক
জ্বলে পুড়ে পুড়েই
গোলাপেও কাঁটা আছে
মেনে তারে নিয়েছি
ভালবেসে পরাজয়
সবই আমি মেনেছি ।।