আষাঢ় এলো গোমড়া মুখে
ঝুমঝুমাঝুম বাদল,
চারিদিকে টাপুর-টুপুর
ঝনঝনাঝন মাদল ।
মাদল বাজে সুরের তালে
মেঘরা ঝরায় বৃষ্টি,
জল ধারায় ডোবা-নালায়
অথৈ জলের সৃষ্টি ।
ডোবার জলে ব্যাঙের দলে
সোলার মতন ভাসছে,
গাল ফুলিয়ে সদলবলে
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকছে ।
ধানের মাঠে সমীর তালে
উর্মি শ্যামল উঠছে,
বিলের জলে শাপলা দলে
আপন মনেই ফুঁটছে ।