জানি না তুমি হারালে কোথায়
বিরহী মন খোঁজে ফিরে তোমায় ।।
পুরনো স্মৃতি ঘিরে হৃদয়ে ক্ষত
নিশিদিন জ্বলে পুড়ে অবিরত
যে আগুন জ্বলেছে বুকে তারে নেভানো কি যায় ।
বিরহী মন খোঁজে ফিরে তোমায় ।।
ভাবনার পাখিরা আকাশ নীলে
অসময়ে বারে বারে ডানা মেলে
অজানায় উড়ে উড়ে পথ হারায় ।
বিরহী মন খোঁজে ফিরে তোমায় ।।
শ্যামল সাজে তোমায় দেখবো কি আর
আ্জো কি অপেক্ষায় আ্ছো আমার
বলবে কি মনের কথা চোখের ভাষায় ।
বিরহী মন খোঁজে ফিরে তোমায় ।।