শীতল সুনিবিড় ছায়াময় গাঁয়ে
থাকতো যেজন অহর্নিশি
ধূলি ওড়া পথের পানে চেয়ে,
হলুদ খামে চিঠি আসবে বলে
পথের বাঁকে যেজন
প্রতীক্ষার প্রহর গুনতো আনমনে,
সে পথ রুদ্ধ আজি সময়ের ব্যবধানে ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.