কৃষ্ণচূড়া তুলে
সাজাবো ফুলে ফুলে
স্বপনের ঘর...
সাত রঙা ফুল দলে
রাঙাবো ফুলে ফুলে
তোমার বাসর...
মান করোনা
ওগো মন ভেঙ্গোনা
দুহাতে ভেঙ্গোনা প্রিয়া
স্বপন আমার ।।
বাগিচার বেলী ফুল
এনে দিব কানে দুল...
দুহাতে শাঁখা দিবো
গাঁথিয়া মালা দিবো
গলায় তোমার ।।
রক্তজবা নির্যাস তুলে
রাঙিয়ে দিবো চরণকমলে
হৃদয় কেটে সিঁদুর দিবো
রাঙিয়ে দিবো আমি
ললাট তোমার ।।
হৃদয় কুঞ্জে গোলাপ ফুলে
রাঙিয়ে দিবো খোঁপায় চুলে
তোমাকে বাঁধিব বুকেতে রাখিব
পরানের পরাণ তুমি
হবেগো আমার ।।
মান করোনা
ওগো মন ভেঙ্গোনা
দুহাতে ভেঙ্গোনা প্রিয়া
স্বপন আমার ।।