ফাগুন তো এসেছে আবার
বসন্ত দ্বারে দ্বারে,
তুমি কি আসিবে না
আর কি দেখা দিবে না
বাসন্তী বরণ শাড়ি পড়ে ?
বাতায়ণ মেলে দেখো
শিমুল ফুঁটেছে
পলাশ ফুঁটেছে
শুকনো পাতারা ঝরেছে ধূলোর পরে ।
বিরহী পাপিয়া গহীন বনে
গান ধরে ক্ষণে ক্ষণে ।
চারিধারে আবেশিত প্রাণ
হাজারো ফুলের ঘ্রাণে ।
তোমার চরণ পরবে কখন
রাঙা ধূলোর পথে ?
তুমি কি আসিবে না ?
বলো, তুমি কি আর ফিরিবে না
এই পথ ধরে ?