ঝরে গেছে বুড়ো পাতা
ডালে ডালে শিশুদল,
সেই ডালে বসে করে
পাখি সব কোলাহল ।
শিউলির শাখে নাচে
ছোট পাখি বুলবুল,
উঁকি মারে গান ধরে
সুরে সুরে মশগুল ।
দিনযাত বুড়ো পাতা
ঝরে পড়ে ঝরঝর,
পথে পথে পায়ে পায়ে
বেজে ওঠে মড়মড় ।
ফাগুনের সমীরণ
ডালপালা খায় দোল,
তালে তালে শির নাড়ে
গাছে গাছে আম বোল ।
গান গায় কোকিলায়
ওই দূরে ঝাউবন,
ভেসে আসা গানে গানে
চারিপাশ আনমন ।