এতদিন পরে যদি এলে
আবার কেন ফিরে গেলে
অনুরাগ-অভিমানে আমাকে পুড়ালে ।।
আসবে না জেনে আমি নিজে নিজে পুড়েছি
হৃদয়ও মন্দিরে তোমার প্রতিমা গড়েছি
সেই যদি এলে তবে কেন গেছো চলে ।
এতদিন পরে যদি এলে
আবার কেন ফিরে গেলে
অনুরাগ-অভিমানে আমাকে পুড়ালে ।।
দূরে যদি যেতে চাও চলে যেতে পারো
বেদনার নীল তবে হোক আরো গাঢ়
আমি না হয় ছাই হবো বিরহের অনলে ।
এতদিন পরে যদি এলে
আবার কেন ফিরে গেলে
অনুরাগ-অভিমানে আমাকে পুড়ালে ।।
আমিতো জেনেছিলাম তুমি আর ফিরবে না
দূরাশার তরীখানি এই ঘাটে ভিড়বে না
বেলাশেষে সেই তরী কেন আবার ভিড়ালে ।
এতদিন পরে যদি এলে
আবার কেন ফিরে গেলে
অনুরাগ-অভিমানে আমাকে পুড়ালে ।।