আর একটিবার যদি দেখি তোমায়
দু'চোখ ভরে,
ভীরু পায়ে কাঁধ ছুঁয়ে দাঁড়াও যদি পাশে,
পদ্মকোমল অধর যদি মুচকি হাসে,
অপলক চেয়ে থাকো যদি নীরবে ।
অদৃশ্য ঈশ্বরে চিঠি দিবো আজই,
এই প্রাণ যেনো হাজার বছর বাঁচে....