বর্ণালী দিনগুলো কেটে যেত তোমায় ভেবে,
কখনো তোমার চোখে স্বপ্ন দেখে,
রাতগুলোত কেটে যেত জেগে জেগে
তারা ভরা আকাশের বুকে
তোমার প্রতিমা এঁকে
অবলীলায় ।
আজ তুমি নেই বলে
রঙিন স্বপ্নগুলো এক ডানার পাখি,
রুক্ষ্ণ ধূসর বালুকা তটে
পথের বাঁকে ধূলোর পরে ডানা ঝাঁপটায় ।