মনের দুঃখ কইনারে সখি
লোকচক্ষুর লাজে
বুকের মাঝে দিন-রজনী    
ব্যথার বাদ্য বাজে ।।
                                        
আমি গোপন প্রেমে মগ্ন ছিলাম
পরাণ বন্ধুর সনে                          
সেতো ফাঁকি দিয়া চলে গেছে
দুঃখ রইল মনে
এখন দিবানিশি জ্বলে আগুন
আমার অন্তর মাঝে ।।

আমার মনটা কেটে দিছিরে সখি        
নাইরে কিছু বাকি
এখন দিন-রজনী খুঁজে ফিরি
উপোস দুইটা আঁখি
ঘরে আমার মন বসেনা সখি  
মন বসেনা কোন কাজে ।।                        

আমার পাড়াপড়শি জানতো নারে
গোপন প্রেমের কথা            
জানতো নারে বন্ধু-স্বজন
মন হারানোর ব্যথা
এখন নিরালে  বসিয়া কান্দি          
জীবন নদীর সাঁঝে ।।                  
মনের দুঃখ কইনারে সখি
লোকচক্ষুর লাজে
আমার বুকের মাঝে দিন-রজনী
ব্যথার বাদ্য বাজে ।।