ডাক্তাবাবু সিজার করো
বুকের জমিনটারে
এক মানবী বসত করে
গভীর অন্ধকারে ।।
পাঁজরখানা খুলে দেখো
বুকের মধ্যখানে
কী কারণে যখনতখন
হৃদয় ধরে টানে
শ্যামলা বরণ কাজল কেশী
সেই কিশোরী নাকি
ভালবাসা দিতে যারে
আরো কিছু বাকি
ভুলতে গেলে বুকের ভেতর
কেমন কেমন করে ।।
খুব যতনে সিজার করো
সেতো মনের মানুষ
তারে নিয়ে নীলাকাশে
উড়াই কত ফানুস
কষ্ট পেলে হৃদয় পুড়ে
মনের গহীন পাড়ে ।।
হাজার বছর ধরে আমি
ভালবাসি যারে
একটা নজর দেখে এসো
ডাক্তারবাবু তারে
এক জনমে হয়নি পাওয়া
আরতো হলো নারে ।।