ওগো ধূসরিকা ওগো মেঘবালিকা        
তুমি উড়ে উড়ে দূরে চলে যাও...  
বহুকাল পরে দেখিতে প্রিয়ারে        
চাঁদের ঝরনাধারা ঝরিবার দাও ।।  
                                                
ওগো রজনীগন্ধ্যা  গোধূলীসন্ধ্যা  
তুমি হাজার ফুলের সুবাস ছড়াও
গগনে তারাদল আলোধারা ঝলমল
আজ এই ধরাতলে জোছনা ঝরাও ।।

ওগো দূরন্ত দূর্বার দখিনের বাঁও        
তুমি এলোমেলো ঝড় তোলে যাও        
আমার প্রিয়ারে খুলে দাও ঘোমটারে                          
নয়ন ভরে তারে দেখিবার দাও ।।
                                      
ওগো বনের পাপিয়া নিরালে বসিয়া
তুমি সুরে সুরে গান গেয়ে যাও
কমল কলি ঝরে প্রিয়ারও অধর জুড়ে
অনুপম মাধুরী মাঝে  ভাসিবার দাও ।।