অজানা পথ ধরে একেলা চলতে চলতে
ঘরে ফেরা পাখিদের মতো
দিনের অবসানে আমায় খুঁজবে বলে,
অনন্ত অপেক্ষায় ছিলেম ।
ধূসর গোধূলি পেরিয়ে রাত নেমেছে
চাঁদ জেগে থেকে উবে গেছে
ভোরের আলোয় ।
কতকাল চলে গেছে এমনই করে
অফুরন্ত ভাবনায়,
রাতগুলো কেটেছে নিশাচর পাখি
আর তারাদের মেলায় ।
শিউলির ঘ্রাণ হানা দিয়ে গেছে
খোলা জানালায় ।
হাত দুখানি বাড়িয়ে ছিলেম
পাঁজরের কপাট খোলাই ছিল,
হৃদয় জমিনে পরবে বলে
তোমার কমল চরণ ধূলো ।
তুমিতো ফিরলে না হৃদয়ের শূণ্য ডেরায় ।