তোমাকে দেখব বলে
হৃদয় সরোবরে অবিরাম গুঞ্জরণ,
তোমাকে দেখব বলে
নিরন্তর অপেক্ষা আমরণ !
তোমাকে দেখব বলে
পঞ্চদশী চাঁদের বিচ্ছুরণ,
তোমাকে দেখব বলে
সারারাত তারাদের আলোড়ন !
তোমাকে দেখব বলে
নাইট কুইন ফুঁটেছে সৌরভে,
তোমাকে দেখব বলে
জোনাকি দল উড়ে গৌরবে ।
তোমাকে দেখব বলে
শিশির ঝরে ঘাসের বনে,
তোমাকে দেখব বলে
শিউলির ঘ্রাণ উত্তরী সমীরণে ।
তোমাকে দেখব বলে
নিশাচর পাখিরা গান ধরে,
তোমাকে দেখব বলে
প্রকৃতির জেগে থাকা রাত ভরে ।