লোভাতুর জ্বলজ্বলে চোখ
সীমাহীন আস্ফালন ।
রক্তচক্ষু দৃশ্যমান
রক্তপিপাসু বটে !
উদরখানা টইটম্বুর,
অবশিষ্ট কিছুই রাখেনি দানব ।
তথাপি প্রসারিত নাসিকা গন্ধ শুঁকে
দাঁত খিচিয়ে হা করে থাকে
হাত দুটো বাড়িয়ে রাখে,
আরো লুন্ঠনের মানসে ।
নাদুস-নুদুস দেহবল্লভ
হেলেদুলে চলে দানব,
তবুও চিবুক বেয়ে অনন্ত খিদের লালা ঝরে !