চলোনা দুজনে আপনও ভুবনে          
দূরে কোথাও হারিয়ে যাই
তুমি আর আমি, আমি আর তুমি    
ওখানে আর কেউ নাই ।।
                                          
সাত সাগর পাড়ে সুনীল জলের ধারে
চঞ্চলা ঢেউ যেথা খেলা করে
আমরা দুজনে অসীম নির্জনে                
গভীর নীরবে হারাতে চাই ।।
                                    
গাঙচিল দলে উড়ে ডানা মেলে        
দূরে বহুদূরে  আকাশের নীলে        
ঝাউবনে ঝাড়ে ছায়ারও নিবিড়ে                
বালুকা বেলা দুজনে হারাই ।।            
                                    
সাগর মোহনায় মিলনও বাসনায়
তটিনী যেমন ছুটে চলে যায়
ওগো তেমন করে চলো খেয়ায় চড়ে        
নিবিড় বাঁধনে আমরা হারাই ।।          
চলোনা দুজনে আপনও ভুবনে              
দূরে কোথাও হারিয়ে যাই  ।।