তুমি চুপিসারে খুব কাছে এসে
হাত বাড়িয়ে দেখো,
কতটা হারিয়ে যাই তোমাতে !
তুমি চোখের তারায় চোখ রেখে দেখো,
বাঁকা ঠোঁটে মিষ্টি করে হাসো,
দেখো কতটা সহজে মিশে যাই
তোমার স্রোতে ।
তুমি অভিমান ভুলে আগের মত করে
হাতের ইশারায় ডাকো,
নিমিষে হারিয়ে যাবো তোমার দিগন্তে ।