চলরে বন্ধু ঘুরে আসি
মনের গহীন কোণে
দেখব দুজন পুড়ল কেমন
বিরহের দহনে ।।
পাঁজর খুলে দেখবি তুলে
কোথায়রে তোর বাস
তুই বিহনে মন কাননে
পুড়ছে বারোমাস
তোর কতটা পুড়ল বন্ধু
দেখবো দুই নয়নে ।।
মনপুড়াতে ঘুরিস বন্ধু
তোর ইচ্ছে মতন
যেমন খুশি দেখবি ঘুরে
রাখবি দুই চরণ
তুই ছাড়া আর কী আছে
বুকের গহীন বনে ।।
তুই আমারে ছুঁয়ে বাঁচিস
আমি তোরে ছুঁই
একটা হৃদয় ভেঙ্গেচুরে
একটা জীবন দুই
রাখছি তোরে মন গভীরে
খুব করে যতনে ।।