চন্দ্রদেবী, ও চন্দ্রদেবী
আমায় একটু দীপ জ্বেলে দিবে ?
আমায় একটু পথ দেখিয়ে নিবে ?
তুমি বিহনে একাকী চলতে চলতে
অরণ্যাধারে আমি যে পথ হারিয়ে ফেলেছি । ছন্নছাড়া খড়কুটোর মত
ভেসে চলেছি অবিরত ।
খুব মনে পড়ে...
সরু সর্পিল পথের বাঁকে
খাঁ খাঁ রোদ্দুর ঝরা সোনালী দুপুরে
শিমূলের ছায়াতলে মুখোমুখি দাঁড়িয়ে
আমায় ছুঁয়ে বলেছিলে তুমি...
তোমার আকাশে পূর্ণিমা চাঁদ হবো
ধূলি ধূসর মেঘ কেটে দিবাকর হবো,
নির্জলা নদীর জল হবো
নিস্তরঙ্গ সরোবরে ঢেউ হবো আমি,
তোমার ভূবন রাঙিয়ে
পথ চলার সাথী হবো অনন্তকালের তরে ।
তোমার কথা শুনে শুনে
রুপকথার রাজ্যে হারিয়ে গেছি,
চোখের পানে অপলক দৃষ্টি রেখে
আমি তন্ময় হয়ে গেছি ।
কোন একদিন অপেক্ষায় রেখে
আমার পৃথিবী নরকে ঢেকে
চলে গেছ তুমি দূর অজানায় ।
তুমিতো জানলে না চন্দ্রদেবী...
তোমাকে ছাড়া আমার পৃথিবী কত অসহায় ।