তুমি আমার সোনালী ডানার
বুনো শঙ্খচিল
ধরতে চেয়ে যায়নি ধরা
দুঃখ অনাবিল ।।
ডাকলে তোমায় মাঝাকাশে
যেমন খুশি উড়ো
স্বপ্নগুলো ঝরছে আমার
হৃদয় ভাঙা গুড়ো
তোমার স্বপ্ন রংধনু রং
আমার সবি নীল ।।
শঙ্খ চিলে নীলাম্বরে
উড়ছে বেজায় সুখে
বুকে আমার ব্যথার প্রলয়
পুড়ি আমি দুঃখে
দুঃখ সারি বসত বাড়ি
করছে ঝিলিমিল ।।
বাঁধলে বাসা বুকের কোণে
যায়নি তবু ধরা
হৃদয় উঠোন পুড়ছে দারুণ
চলছে ভীষন খরা
বুঝলে নাতো চোখের ভাষা
খুললে নারে খিল ।।