বোশেখ বেলা মেঘের ভেলা
ধূসর মেঘের সারি ,
চলছে মেঘে ভীষন বেগে
কোথায় তাহার বাড়ি ?
বোশেখ এলে মেঘের দলে
গুড়ুম গুড়ুম ডাকে,
আকাশ জুড়ে বিজলি উড়ে
ছবির মতন আঁকে ।
বোশেখ মাসে ঝড় বাতাসে
বন বনানীর দলে,
ঘাড় নাড়িয়ে চুল দুলিয়ে
কোনসে কথাই বলে ?
বোশেখ মাসে ঝঞ্ঝা এসে
ঝরায় বাদল ধারা,
বনবনানী শনশনানি
শোনেই আত্মহারা ।