বরষা বেলা মেঘের ভেলা
বইছে দখিন বাঁও,
বিলের জলে ছলছলিয়ে
চলছে পালের নাও ।
নায়ের মাঝি হাল ধরেছে
তুলেছে বাদাম নায়ে,
দখিন বাঁয়ে উজান ধেয়ে
যায়রে কোনসে গাঁয়ে ?
কাজল জলে উর্মি সারি
ঝিকমিক করে জ্বলে,
নামল বুঝি বিলের মাঝে
রাতের তারার দলে ।
বরষা ভেজা পথের বাঁকে
শ্যামল ঘাসের মেলা,
ঘাসের ফুলে পাখনা মেলে
ফড়িং দলের খেলা ।
নানান রঙের প্রজাপতি
রঙিন ডানায় এসে,
হরেক রকম ফুলে ফুলে
নেশার ঘোরেই বসে ।