বলিনিতো কখনো ভালোবাসিনি
তবু কেন দূরে থাকো অভিমানিণী ।।

মনে কেন পুষে রাখো    
এত অভিমান
খুঁজে খুঁজে আমি আজো                  
হই পেরেশান
ভুল করে নাহয় আমি পাশে থাকিনি ।।
                                
তুমি নাহয় হয়ে গেছ
অন্য কারো
খুব দূরে চলে গেছি
আমিযে আরো
তবুও তো তোমায় আমি আজো ভুলিনি ।।

কতকাল ধরে আমি
এই পথ চেয়ে
এই বুঝি এলে তুমি            
রাঙা ভীরু পায়ে
রাত জেগে ভোর হল তুমি আসোনি ।।

এই মনে সারাক্ষণ                  
থাকো দিবানিশি
ভুলে থাকা যায় নাতো
আজো ভালবাসি
যদি পারো ক্ষমা করো ওগো প্রণয়িনী
বলিনিতো কখনো ভালোবাসিনি
তবু কেন দূরে থাকো অভিমানিণী ।।