বিদায় বলো না
হৃদয় মানে না
পাশে থাকো না
ভালবাসো না ।।
নীরব থেকো না
চোখে চোখ রাখোনা
বাঁধন ছিঁড়ে চলো
দূরে অজানা ।।
মেঘের ডানা করে
যাবো উড়ে উড়ে
শুধুই দুজন মিলে
আরতো কেহ না ।।
হাজার নদী ঘুরে
সাত সাগরের পাড়ে
ঢেউয়ের কোলাহলে
ভাঙ্গুক নির্জনা ।।
সাগর নদী যেমন
করে নিয়েছে আপন
তুমি আমি তেমন
হবো মোহনা ।।