ফাগুনের বিবর্ণ পাতা নও
ঝরে যাবে পথের ধুলোয়
পায়ে পায়ে মাড়িয়ে দিবে পথিক অবহেলায়,
তৃণকুঞ্জে ভোরের শিশির নও
উবে যাবে খরতাপে ।
ধূসর ডানার মেঘ নও,
অঝোর ধারায় ঝরে
কোথায় হারিয়ে যাবে দূরে ।
তুমি প্রথম বসন্তে অদৃশ্য অস্পর্শিয়া
পুষ্পিত রক্ত গোলাপ,
মিশে থাকো শিরায় উপশিরায়,
লোহিত কণিকায় আষ্টেপৃষ্ঠে....